পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া চার দশক ধরে গ্রামীণ জনগোষ্ঠির আর্থ-সামাজিক ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন মডেল উদ্ভাবনের নিমিত্ত প্রকল্পধর্মী প্রায়োগিক গবেষণা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। একাডেমী প্রতিষ্ঠা লগ্ন থেকে জুলাই ২০১৬ পর্যন্ত মোট ৩৯টি প্রায়োগিক গবেষণা প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে।