পল্লী উন্নয়নের জন্য কৃষি উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয় যার লক্ষ্যে ফসল ইউনিট প্রধানতঃ মাঠ ফসল উৎপাদন ও গবেষণা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে থাকে। মাঠ ফসলের মধ্যে প্রধানতঃ আমন, আউস ও বোরো ধান, ভূট্টা এবং আলুর মানসম্মত বীজ উৎপাদন করা হয়। এছাড়া বিভিন্ন জাতের সব্জিও ভূট্টা চাষ হয়ে থাকে। বর্ণিত ফসলগুলি বিএডিসি’র সাথে চুক্তিবদ্ধভাবে চাষ করে মানসম্পন্ন বীজ উৎপাদন ও সরবরাহ করা হয়ে থাকে। ফসল ইউনিটের জুলাই ২০১৫ হতে জুন ২০১৬ পর্যন্ত ফসল ইউনিটের উৎপাদন খাতে নীট আয় হয়েছে তা নিম্নের সারণীতে দেখানো হলোঃ
ফসল ইউনিটের জুলাই ২০১৫ হতে জুন ২০১৬ পর্যন্ত ফসল ইউনিটের উৎপাদন খাতে নীট আয়