প্রাণিসম্পদ উন্নয়নে প্রায়োগিক গবেষণা ও প্রশিক্ষণ পরিচালনার পাশাপাশি বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনার জন্য প্রদর্শনী খামারে ডেইরী ইউনিট প্রতিষ্ঠা করা হয়। কৃষি জমি অকৃষি খাতে স্থানান্তররোধে ডেইরী ইউনিটকে ভিত্তি করে প্রায়োগিক গবেষণা করে দোতলা গোয়ালের মডেল উদ্ভাবিত হয়েছে, যেখানে বাছুর এবং তুলনামূলক কম বয়স্ক গরুকে দোতলায় এবং দুগ্ধবতী গাভীকে নিচতলায় পালন করা হয়। এ ইউনিটের অধীনে মোট গরু বাছুরের সংখ্যা ১৩৪টি। বর্তমান দৈনিক গড় দুধ উৎপাদনের পরিমাণ ২৫৫.০৫ লিটার। ইউনিট থেকে দৈনিক গড়ে ১৬০৬ কেজি গোবর বায়োগ্যাস প্লান্টে সরবরাহ করা হয়। যা থেকে রান্নার গ্যাসের পাশাপাশি মূল্যবান জৈবসার উৎপাদন হয়ে থাকে।
ডেইরী ইউনিটের জুলাই ২০১৫ হতে জুন ২০১৬ পর্যন্ত উৎপাদন খাতে নীট আয় হয়েছে তা নিম্নরুপ সারণীতে দেখানো হলোঃ