স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মার্যাদার সাথে উদযাপনের নিমিত্ত দশদিন ব্যাপি (১৭-২৬ মার্চ, ২০২১) গৃহীত কর্মসূচির আওতায় ১৭ মার্চ, ২০২১ তারিখে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ায় পালন করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটির তাৎপর্য অনুসরণে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সুসজ্জিত করা হয় একাডেমীর ক্যাম্পাস। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করা হয় দিবসটির কার্যক্রম। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন একাডেমীর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব খলিল আহমদ। এসময় একাডেমীর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, মহিলা ক্লাব, শিশু-কিশোরবৃন্দ, বিভিন্ন বুনিয়াদি প্রশিক্ষণ কোসের্র প্রশিক্ষণার্থীবৃন্দের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকলের অংশগ্রহণে আয়োজন করা হয় আনন্দ শোভাযাত্রা যার মাধ্যমে ১০০ টি লাল-সবুজ বেলুন এবং ১০০ টি শান্তির পায়রা উড়িয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় মহান জাতির পিতাকে। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলঃ